সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

নীরবে ভোট ডাকাতির জন্য ইভিএম : রিজভী

নিজস্ব প্রতিবেদক

সংসদ নির্বাচনের অস্বস্তি এড়াতে এবার সরকার নীরবে ‘ডিজিটাল ভোট চুরি’ করতে ঢাকা সিটির নির্বাচনে ইভিএম ব্যবহারে মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছে বিএনপি। গতকাল সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।

তিনি বলেন, ২৯ ডিসেম্বর রাতের ভোট ডাকাতির কেলেঙ্কারিতে অস্বস্তিতে পড়ে সরকার এখন ইভিএমের মাধ্যমে ডিজিটাল ভোট ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কমিশন সেই আয়োজন করতে ব্যস্ত হয়ে পড়েছে। সংশ্লিষ্ট সবার আপত্তি সত্ত্বেও ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহারে নির্বাচন কমিশনের তোড়জোড়  দুর্বৃত্তপনারই বহিঃপ্রকাশ। সারা বিশ্বে বাতিল হওয়া  ভোটাধিকার হরণের যন্ত্র ইভিএমে ভোট করার পথ  থেকে এখনই সরে আসার জন্য আমরা ইসির প্রতি আহ্বান জানাচ্ছি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায়  চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর