মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

মিঠাপুকুরে বোমা মেরে ৬ যাত্রী হত্যা মামলা গতিহীন

পেরিয়ে গেল পাঁচ বছর

রংপুর প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী নাইট কোচে পেট্রলবোমা মেরে ৬ বাসযাত্রী হত্যা ও ২৫ জন দগ্ধের ঘটনার পেরিয়ে গেল পাঁচ বছর। ২০১৫ সালের এই দিনে জামায়াত-শিবিরের দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছিল। এতদিন পরও চাঞ্চল্যকর এ মামলাটি গতিহীন হয়ে পড়েছে। এ ছাড়া এ মামলার  অধিকাংশ আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। জামিনপ্রাপ্ত  কয়েকজন আসামি  হাই কোর্টে স্থগিতাদেশ চেয়ে আবেদন করার পরিপ্রেক্ষিতে মামলাটি এখন স্থগিত অবস্থায় রয়েছে। এখনো অনেক  আসামি গ্রেফতার এড়িয়ে ধরাছোঁয়ার বাইরে রয়েছে। পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৪ জানুয়ারি কুড়িগ্রামের উলিপুর থেকে খলিল পরিবহনের একটি নাইটকোচ যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। রাত প্রায় ১টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার বাতাসন এলাকায় পৌঁছলে জামায়াত-শিবিরের দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে কয়েকটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে বাসের ভিতরে আগুন ধরে যায় এবং জীবন্ত দগ্ধ হয়ে এক শিশুসহ ৬ জন নিহত হন। অগ্নিদগ্ধ হন আরও ২৫ যাত্রী। তাদের রমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় তখনকার মিঠাপুকুর থানার এসআই আবদুর রাজ্জাক বাদী হয়ে ৮৭ জন নামোল্লেখ করে আরও অজ্ঞাত ৪০/৫০ জনের নামে একটি মামলা করেন।  মিঠাপুুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস জানান, চার্জশিটভুক্ত ১৩২ জনের মধ্যে ১০০ জনের বেশি আসামিকে গ্রেফতার করা হয়েছে। অনেকেই স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন।

সরকারপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তুহিন জানান, এ মামলার বেশ কজন আসামি উচ্চ আদালতে মামলাটির স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছেন। এর পরিপ্রেক্ষিতে হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী বর্তমানে মামলাটি স্থগিত রয়েছে।

সর্বশেষ খবর