মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

হাই কোর্টে স্বামীর মৃত্যুদণ্ড বহাল

নিজস্ব প্রতিবেদক

নিজ নিজ স্ত্রীকে হত্যার দায়ে পৃথক দুই মামলায় দুই স্বামীকে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদ- বহাল রেখেছে হাই কোর্ট। ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তি করে গতকাল হাই কোর্টের পৃথক দুই বেঞ্চ এ রায় দেয়। বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ পটুয়াখালীর গলাচিপায় খাদিজা আক্তার হ্যাপি নামে এক গৃহবধূ হত্যার দায়ে তার স্বামী জহির হাওলাদারের মৃত্যুদ- বহাল রাখে। অন্য একটি মামলায় নোয়াখালীর হাতিয়া উপজেলার মধ্যম চরচেঙ্গায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আমিরুল ইসলাম ওরফে রাশেদের ফাঁসির আদেশ বহাল রাখে বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ জানান, ২০১৪ সালের ২ সেপ্টেম্বর খাদিজা আক্তার হ্যাপিকে হত্যার দায়ে তার স্বামী জহির হাওলাদারকে মৃত্যুদন্ড ও স্বামীর বন্ধু জাফর হাওলাদারকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেন পটুয়াখালীর জেলা ও দায়রা জজ বিমল চন্দ্র সিকদার। হাই কোর্ট জহিরের মৃত্যদন্ডাদেশ এবং জাফর হাওলাদারের যাবজ্জীবন বহাল রেখেছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম জানান,  যৌতুক এনে দিতে রাজি না হওয়ায় ২০১০ সালের ২৩ আগস্ট রাতে অন্তঃসত্ত্বা আছমিনা খাতুনকে (২০) শ্বাসরোধে হত্যা করা হয়।

এ হত্যা  মামলায় ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ স্বামী আমিরুল ইসলাম ওরফে রাশেদকে মৃত্যুদ- দিয়ে রায় ঘোষণা করেন।

সর্বশেষ খবর