বুধবার, ১৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

অযত্ন-অবহেলায় ভালো নেই চিড়িয়াখানার পশু-পাখি

১৫ দিনে ক্যাঙ্গারু কুমির ও গোখরার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

অযত্ন-অবহেলায় ১৫ দিনের মধ্যে রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় তিন প্রাণীর মৃত্যু হয়েছে। এরা হলো ক্যাঙ্গারু, কুমির ও গোখরা সাপ। এ তিন প্রাণীর বাজারমূল্য প্রায় অর্ধ কোটি টাকা। তিন প্রাণীর মৃত্যু হওয়ায় অন্য প্রাণীদের ভবিষ্যৎ নিয়ে হতাশ সংশ্লিষ্টরা। তারা বলছেন, ক্যাঙ্গারুর জীবনযাপন একটু ভিন্ন ধরনের। এ প্রাণী অন্যান্য প্রাণীর চেয়ে স্পর্শকাতর। এদের খাবার দিতে হয় যথাসময়ে। শীতপ্রধান দেশের প্রাণী হওয়ায় এদের দেখভালের দিকে বিশেষ নজর দিতে হয়। এ ছাড়া এদের শরীরের তাপমাত্রা বেড়ে গেলে নিবিড় পরিচর্যা করতে হয়। ক্যাঙ্গারুর মৃত্যু হয়েছে ২৭ ডিসেম্বর। এর এক দিন পর মারা যায় মিঠাপানির কুমির। গতকাল মারা যায় গোখরা সাপ। এর মধ্যে ক্যাঙ্গারু আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কেনা হয়েছিল। এ প্রাণী সরবরাহ করেছিল ফ্যালকন ট্রেডার্স। তিন প্রাণীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চিড়িয়াখানার কিউরেটর ডা. নুরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘কবে কোন প্রাণী মারা গেছে আমার জানা                নেই। তবে নথি দেখে বলতে পারব।’ তিনি কুমিরের বিষয়ে বলেন, ‘আয়ুষ্কাল পেরিয়ে যাওয়ায় কুমিরের মৃত্যু হয়েছে।’ চিড়িয়াখানার ভেটেরিনারি সার্জন ডা. নাজমুল আলম বলেন, ‘প্রায় ১৫ দিনের ব্যবধানে ক্যাঙ্গারু, কুমির ও গোখরা সাপের মৃত্যু হয়েছে। এদের মারা যাওয়ার পেছনে কোনো অবহেলা ছিল না।’ অনেকে বলছেন, ক্যাঙ্গারুটি ইনফেকশনে ভুগছিল।

সর্বশেষ খবর