বুধবার, ১৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

অবশেষে সিসিকের বোধোদয়

নিজস্ব প্রতিবেদক, সিলেট

পূর্ব ঘোষণা ছাড়া অপরিকল্পিতভাবে সড়কের ওপরের কালভার্ট ভেঙে জনদুর্ভোগ সৃষ্টির পর বোধোদয় হয়েছে সিলেট সিটি করপোরেশনের। গতকাল নাইওরপুল-জিন্দাবাজার সড়ক ব্যবহারকারীদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়ে জারি করা হয়েছে গণবিজ্ঞপ্তি। একই সঙ্গে ওই সড়কের পুরনো আরও দুটি কালভার্ট ভেঙে নতুন করে করারও ঘোষণা দিয়েছে সিসিক।

গত শনিবার রাতে কোনোরকমের পূর্ব ঘোষণা ছাড়াই গুরুত্বপূর্ণ নাইওরপুল-জিন্দাবাজার সড়কের দুটি কালভার্ট ভেঙে ফেলে সিটি করপোরেশন।

নতুন করে নির্মাণের লক্ষ্যে ওই রাতে বারুতখানা ও পশ্চিম নাইওরপুলে কালভার্ট দুটি ভাঙা হয়। সকালে ওই রাস্তা দিয়ে চলাচলকারীরা পড়েন বিপাকে। পূর্ব ঘোষণা ছাড়া সিটি করপোরেশনের এমন কান্ডে নগরবাসীর মাঝে ক্ষোভের সঞ্চার হয়। অনেকে এটিকে সিটি করপোরেশনের ‘অপরিকল্পিত’ ও ‘বেপরোয়া’ কান্ড বলেও অভিহিত করেন। নগরবাসীর ক্ষোভের মুখে গতকাল সিটি করপোরেশন একটি গণবিজ্ঞপ্তি জারি করে। জনদুর্ভোগের ওই বিজ্ঞপ্তিতে সিটি করপোরেশন দুঃখও প্রকাশ করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর