বুধবার, ১৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

খুলনায় সার্কিট হাউস মাঠ থাকছে খেলোয়াড়দেরই

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা সার্কিট হাউস মাঠ নিয়ে দীর্ঘদিন ধরে খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের সঙ্গে বাণিজ্য মেলা আয়োজকদের মধ্যে টানাপড়েন রয়েছে। খেলোয়াড়দের দাবি ছিল মাঠটি শুধুমাত্র খেলাধুলায় ব্যবহারের জন্য। এবার খুলনা সিটি করপোরেশেনের মেয়র তালুকদার আব্দুল খালেক ঘোষণা দিলেন খুলনা সার্কিট হাউস মাঠে আর কখনো বাণিজ্য মেলা হবে না। একই সঙ্গে তিনি মাঠকে সংস্কার করে আরও ভালোভাবে ব্যবহার উপযোগী করার ঘোষণা দেন। এতে খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। সিটি মেয়র গতকাল শেখ রাসেল অনূর্ধ্ব-১৩ একাডেমি কাপ ক্রিকেটের উদ্বোধনকালে এসব কথা বলেন। তিনি বলেন, খুলনাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এখানে শুধুমাত্র খেলাধুলা আর দুই ঈদের নামাজের জন্য ব্যবহার করার। এখন থেকে এই মাঠে আর কোনোদিন কোনো এক্সিবিউশন, কোনো বাণিজ্য মেলা হবে না। অনুষ্ঠানে কেসিসি প্যানেল মেয়র ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আলী আকবর টিপুর সভাপতিত্বে বক্তৃতা করেন সদস্য সচিব সুজন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক শেখ হেমায়েত উল্লাহ ও তরিকুল ইসলাম।

সর্বশেষ খবর