বুধবার, ১৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

অপরাজনীতি করা হচ্ছে সব কিছুতে

-- আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

অপরাজনীতি করা হচ্ছে সব কিছুতে

দেশে এখন সবকিছুতে অপরাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের সব অবকাঠামোই দলীকরণ করা হয়েছে। যে কারণে জনসেবার কাজেও বাধা দেওয়া হয়। গতকাল রাজধানীর আগারগাঁও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন হাসপাতালে ঢাকা মেগাসিটি লায়ন্স ক্লাবের উদ্যোগে এবং বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন ও লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের আর্থিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষুশিবির ২০১৯-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ২০০৯ সাল থেকে বাগেরহাটের রামপাল ও মংলা থেকে চোখের অপারেশন কার্যক্রম শুরু করেন ঢাকা মেগাসিটি লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। গত ১২ বছরে ৪৭০০ রোগীর অপারেশন করা হয়েছে এবং তারা চোখের আলো ফিরে পেয়েছেন। চলতি বছরও তার সহযোগিতায় ২২০ জনের বিনামূল্যে চোখের অপারেশন করা হয়। এ সময় আরও বক্তব্য দেন ঢাকা মেগাসিটি লায়ন্স ক্লাবের পরিচালক লায়ন খন্দকার মোবারক হোসেন  এবং ক্যাম্পের প্রধান সমন্বয়কারী খান আলী আজম।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আজ দেশে  কেউ ভালো কাজ করতে গেলেও বাধার সম্মুখীন হতে হয়। এর চেয়ে দুঃখের বিষয় আর হতে পারে না।

সর্বশেষ খবর