বুধবার, ১৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

এপ্রিল থেকে কার্যকর নয়-ছয় সুদহার

ব্যাংকার্স সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের এপ্রিল থেকে ব্যাংকে নয়-ছয় সুদহার বাস্তবায়ন হবে। তবে ৯ শতাংশ ঋণ বিতরণের জন্য ৬ শতাংশের আমানত নিশ্চিত করতে হবে। গতকাল ব্যাংকার্স সভা শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম এ কথা জানিয়েছেন। মতিঝিলে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি আরও জানান, বৈঠকে কনজুমার ক্রেডিট বা ভোক্তা ঋণকে সিঙ্গেল ডিজিটের বাইরে রাখার দাবি জানিয়েছেন ব্যাংকাররা। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) খাতের জামানতবিহীন ঝুঁকিপূর্ণ ঋণেও বেশি সুদ নিতে চান তারা। ব্রিফিংয়ের আগে ব্যাংকার্স সভা অনুষ্ঠিত। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির। সভায় সব বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবস্থা খুবই নাজুক। সেখান থেকে ব্যাংকগুলোর আমানত একসঙ্গে উঠিয়ে না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়াও ভুয়া ঋণ বন্ধে জামানত সংরক্ষণের ব্যাপারে কঠোর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বলেন, এপ্রিল থেকে সুদহার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা হবে। এটি বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ রয়েছে। সভায় এগুলো আমরা তুলে ধরেছি। এর মধ্যে অন্যতম ৬ শতাংশ হারে আমানত নিশ্চিত করা। কারণ ৬ শতাংশে আমানত পেলেই ৯ শতাংশ ঋণ বিতরণ করা সম্ভব হবে।

সর্বশেষ খবর