বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের বহিষ্কার করা হবে : আমু

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, দল করতে হলে দলের শৃঙ্খলা মানতে হবে। ঢাকা দুই সিটি নির্বাচনে যারা কাউন্সিলর পদে বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদেরকে বহিষ্কার করা হবে। দলীয় পদে থেকে বিদ্রোহী কাউন্সিলরদের পক্ষে যারা কাজ করবেন, যারা নেপথ্যে ইন্ধন দেবেন তাদেরকেও সাংগঠনিক শাস্তির আওতায় আনা হবে। এ ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার। এখনো সময় আছে, যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে       দলীয় প্রার্থীকে সমর্থন দিন। গতকাল সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের বিদ্রোহী কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের নিয়ে বৈঠকে এমন হুঁশিয়ারি দেন তিনি।

আমির হোসেন আমুর সভাপতিত্বে বৈঠকে দলের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, উপ-দফতর সম্পাদক সায়েম খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বক্তৃতা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর