শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

মেয়রের মামার ভবনের অবৈধ অংশ ভেঙে দিল সিটি করপোরেশন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটির মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মামার নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়েছে। নগরের বিউটি রোড এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে ভবন মালিককে নোটিস দেওয়ার পরও অনুমোদনহীন ওই অংশ ভেঙে না ফেলায় গতকাল দুপুর ১২টায় উচ্ছেদ অভিযান চালানো হয়। বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা কাজী মোয়াজ্জেম হোসেন জানান, প্রায় ২২ শতাংশ জমিতে বাণিজ্যিক ভবনের নির্মাণকাজ চলছিল। এর মধ্যে প্রায় ৮ শতাংশ জমি সরকারি রাস্তার। বিসিসি-সূত্র জানান, নির্মাণাধীন এ ভবনটি সাবেক বিউটি সিনেমা  হল মালিক জুলু চৌধুরীর। নগরের বিশিষ্ট ব্যবসায়ী বর্তমান সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মামা কাজী মফিজুল ইসলাম কামাল ওই জমি কিনে যৌথভাবে ভবন নির্মাণ করছিলেন। উচ্ছেদ অভিযানে ভবন মালিক পক্ষ কোনো বাধা দেয়নি।

তবে ভবন উচ্ছেদ বা ভেঙে ফেলার বিষয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষ কোনো নোটিস দেয়নি বলে দাবি করেছেন নির্মাণাধীন বিউটি সুপার মার্কেটের ম্যানেজার মো. কালাম মল্লিক।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর