বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
জি এম কাদেরের প্রতিবাদ

জাপায় ১৬ জনকে পদায়ন করলেন রওশন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ তার ক্ষমতাবলে ১৬ জনকে দলের বিভিন্ন পদ দিয়েছেন। জাতীয় পার্টির প্যাডে তার স্বাক্ষরিত এক চিঠিতে এসব পদায়ন করা হয়।

চিঠিতে রওশন বলেন, এই মনোনয়ন ও সাংগঠনিক নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর হবে। এদিকে পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে বলা হয়, প্রধান পৃষ্ঠপোষকের     নিয়োগ দেওয়ার এখতিয়ার নেই। পার্টির নেতা-কর্মী এবং জনসাধারণকে বিভ্রান্ত না হতে অনুরোধ জানান। ১৬ জনকে পদায়ন : রওশন এরশাদ স্বাক্ষরিত প্যাডে বলা হয়, ‘কাউন্সিলে অর্পিত দায়িত্ব ও প্রদত্ত ক্ষমতা সাংগঠনিক ক্ষমতাবলে সংগঠনের কার্যক্রম গতিশীল করার স্বার্থে নিম্নে মনোনীত পদে পদায়ন করা হইল’। দলের প্রধান পৃষ্ঠপোষক যাদের নতুন কমিটিতে বিভিন্ন পদে মনোনয়ন দিয়েছেন তারা হলেন- কো-চেয়ারম্যান পদে রাহগির আল মাহি সাদ এরশাদ ও এম এ সাত্তার; প্রেসিডিয়াম সদস্য হিসেবে অধ্যাপক দেলোয়ার হোসেন খান, অধ্যাপক মো. ইকবাল হোসেন রাজু, নূরে হাসনা লিলি চৌধুরী, অধ্যাপিকা রওশন আরা মান্নান, ফখরুজ্জামান জাহাঙ্গীর, কাজী মামুনুর রশীদ, মাহজাবিন মুর্শেদ, নুরুল ইসলাম ওমর, আরিফুর রহমান খান; ভাইস চেয়ারম্যান পদে আমানত হোসেন আমানত ও সাবেক এমপি ইয়াহিয়া; যুগ্ম মহাসচিব পদে মো. জসিম উদ্দিন ভূঁইয়া ও রেজাউল করিম। জাপার প্রতিবাদ : খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিক প্রতিবাদ লিপিতে বলা হয়, এভাবে কোনো নিয়োগ দেওয়ার এখতিয়ার প্রধান পৃষ্ঠপোষকের নেই। জাতীয় পার্টির নবম কাউন্সিলের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় পার্টির বিভন্ন পদে নিয়োগ প্রদানের ক্ষমতা একমাত্র পার্টি চেয়ারম্যানের। অন্য কারও পক্ষে জাতীয় পার্টির কোন পদে কাউকে নিয়োগ দেওয়ার ক্ষমতা চেয়ারম্যান ব্যতীত অন্য কারও নেই। সাত উপদেষ্টার নিয়োগ দিলেন জি এম কাদের : সাত উপদেষ্টা নিয়োগ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। গতকাল দলের গঠনতন্ত্রের ক্ষমতাবলে জাপার ২১ সদস্যের মধ্যে নয়জনকে উপদেষ্টা করেন তিনি। তারা হলেন- শেরিফা কাদের?(ঢাকা), সিরাজুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম), কারী হাবিবুল্লাহ বেলালী, মিসেস মেরিনা রহমান, ড. মো. নুরুল আজহার শামীম (ঢাকা), মো. হাসিবুল ইসলাম জয় (রংপুর), মনিরুল ইসলাম মিলন, ড. মেহজেবুন্নিসা রহমান ও আবদুল্লাহ সিদ্দিকী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর