বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

প্রতিশ্রুতি দিচ্ছে জাপা ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

প্রতিশ্রুতি দিচ্ছে জাপা ইসলামী আন্দোলন

সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি ও মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থীরা প্রচারণায় পিছিয়ে নেই। নির্বাচিত হলে কেমন ঢাকা উপহার দেবেন- তা তারা তুলে ধরছেন নগরবাসীর কাছে।

বাসযোগ্য নগরী গড়তে চান মিলন : জাতীয় পার্টি মনোনীত ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, জনগণের ভোটে মেয়র নির্বাচিত হলে তিনি ঢাকা শহরকে নিরাপদ ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলবেন। বায়ুদূষণ থেকে নগরবাসীকে মুক্ত করবেন। গতকাল নিউমার্কেট কাঁচাবাজার, জিগাতলা, কলাবাগান, এলিফ্যান্ট রোড, কাঁটাবনে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত আবদুর রহমান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচিত হলে স্মার্ট সিটি গড়ে তোলার লক্ষ্যে ২০ দফা ইশতেহার নিয়ে হাতপাখার পক্ষে প্রচারণা চালাচ্ছেন।

 ইশতেহারে রয়েছে-জনদুর্ভোগ লাঘব, বিশুদ্ধ পানির ব্যবস্থা, দুর্নীতির মূলোৎপাটন, ভেজালমুক্ত খাবার ও ইনসাফপূর্ণ বাজার প্রতিষ্ঠা, শ্রমের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, রিকশা-ভ্যান-ঠেলাগাড়ির নিবন্ধন মওকুফ, সিএনজি লাইসেন্স ফি অর্ধেক করা, হোল্ডি ট্যাক্স ৩০ শতাংশ কমানো, ব্যবসায়িক কর্মকান্ড গতিশীল রাখা, হকারদের পরিচয়চয়পত্র প্রদান, নতুন এক হাজার ভ্রাম্যমাণ টয়লেট স্থাপন, গরিবদের জন্য বিশেষ ব্যাংকিং ব্যবস্থা, টোকাইদের পুনর্বাসন, চাঁদাবাজমুক্ত টেন্ডার, নারীদের সর্বোচ্চ সম্মান প্রদান, ক্লিন ও গ্রিন ঢাকা প্রকল্প, ওয়ানস্টপ সেবা প্রদান, বুড়িগঙ্গাকে পরিচ্ছন্ন করাসহ স্মার্ট নগরী গড়ে তোলার কথা।

ফুটপাথ উদ্ধার করবেন মাওলানা মাসউদ : ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, তিনি নির্বাচিত হলে দখল হওয়া খাল, মাঠ, ফুটপাথ উদ্ধার করবেন। তিনি বলেন, ঢাকা সিটিতে রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ দখলদারিত্বের মহোৎসব চলছে। ঢাকায় একসময় শতাধিক খাল ছিল। দখল হতে হতে ১৯৮৫ সালে তা ৪৩-এ এসে দাঁড়ায়। এর মধ্যে বর্তমানে ১৭টি খালের অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। ২৬টি টিকে থাকলেও তা মৃতপ্রায় অবস্থায় রয়েছে। রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ দখলদারিত্বের কারণে খালের প্রবাহ বন্ধ হওয়ায় ঢাকার জলাবদ্ধতা বাড়ছে। 

গতকাল রামপুরা ও হাতিরঝিল এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। এ সময় কেন্দ্রীয় নেতারা সঙ্গে ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর