বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

৯২০ কোটি টাকায় নির্মাণ হচ্ছে ১৭০টি সাইক্লোন শেল্টার

জাতীয় দুর্যোগ মোকাবিলা

মানিক মুনতাসির

জাতীয় দুর্যোগ মোকাবিলায় ১৭০টি সাইক্লোন শেল্টার নির্মাণ করছে সরকার। এর মধ্যে ভোলায় ৯৭ ও চট্টগ্রামে ৭৩টি সাইক্লোন শেল্টার নির্মাণ করা হবে। এতে ব্যয় হবে প্রায় ৯২০ কোটি টাকা।

মন্ত্রিপরিষদ বিভাগসূত্রে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের এ বিষয়ে পৃথক দুটি প্রস্তাব আজ সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে তোলা হতে পারে। সূত্রমতে, এলজিইডি কর্তৃক গৃহীত ‘বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র’ শীর্ষক প্রকল্পের প্যাকেজ নম্বর-এনডব্লিউ-১১-এর আওতায় ভোলায় ৯৭টি সাইক্লোন শেল্টার নির্মাণ করা হবে। প্রকল্পের আওতায় সাইক্লোন শেল্টারের পাশে সংযোগ সড়কও নির্মাণ করা হবে। ৯৭টি শেল্টারের মধ্যে ভোলা সদরে ১৭, বোরহানউদ্দিনে ১০, চরফ্যাশনে ২৩, দৌলতখানে ৯, লালমোহনে ২২, মনপুরায় ৬ ও তজুমদ্দিনে ১০টি নির্মাণ করা হবে। সব মিলিয়ে এতে ব্যয় হবে ৫২৯ কোটি ৮০ লাখ ৬৯ হাজার ৩৬২ টাকা। স্থানীয় সরকার বিভাগের একই প্রকল্পের প্যাকেজ নম্বর-এনডব্লিউ-১০-এর আওতায় চট্টগ্রামে ৭৩টি সাইক্লোন শেল্টার নির্মাণ করা হবে। সূত্রমতে, এ দুই প্রস্তাব বাস্তবায়নে মোট ৯১৯ কোটি ৬৩ লাখ ১ হাজার ৭৫১ টাকা ব্যয় হবে। আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে প্রস্তাব দুটি অনুমোদনের জন্য তোলা হতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর