শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের প্রচারণা

নিজস্ব প্রতিবেদক

মেয়র প্রার্থীদের পাশাপাশি ঢাকার দুই সিটি নির্বাচনে কাউন্সিলর প্রার্থীরাও মাঠের গণসংযোগে ব্যস্ত রয়েছেন। তারা ভোটারদের কাছে গিয়ে নিজ নিজ প্রতীকে ভোট চাইছেন। চলছে মাইকিং, পোস্টারিং ও ঘরে ঘরে লিফলেট বিতরণ। ভোটারদের আগ্রহ লক্ষ্য করছেন কাউন্সিলর প্রার্র্থীরা। ক্ষমতাসীন দলের প্রার্থীরা নির্বিঘ্নে প্রচার চালালেও বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা কোথাও কোথাও বাধার সম্মুখীন হচ্ছেন। এ ছাড়া পোস্টার ছেঁড়া, মাইকিংয়ে বাধাদানসহ নানা অভিযোগও আছে।

গতকাল ঢাকা উত্তর সিটির (ডিএনসিসি) ১০ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত প্রার্থী মাসুদ খান কয়েকটি সড়কে গণসংযোগ করে ঠেলাগাড়ি প্রতীকে ভোট চান। ডিএনসিসির ১৫ নম্বর ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম কাজল পশ্চিম নাখালপাড়ায় প্রচার চালান। ডিএনসিসির ৬ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত প্রার্থী মাহফুজ হোসাইন খান সুমন তার নির্বাচনী এলাকায় ৭ নম্বর সেকশনে গণসংযোগ চালিয়েছেন। এ সময় তিনি ব্যাডমিন্টন মার্কায় ভোট চান।

ঢাকা উত্তরের ৭ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেন দুলু রূপনগর আবাসিক এলাকায় গণসংযোগ চালিয়েছেন। ডিএনসিসির ৩১ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী সাজেদুল হক খান রনি জানিয়েছেন, তার কর্মীরা শান্তিপূর্ণভাবে প্রচার চালাচ্ছেন।

ডিএনসিসির ৩৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট মাসুম খান রাজেশ মেঠো হাউজিং, বরাইখালী ও শাহ আলী রোডে গণসংযোগ চালিয়েছেন। মিরপুর ১১ নম্বর সেকশন ৫ ওয়ার্ডের আদর্শনগর লাল মাঠ অঞ্চলে গণসংযোগ করেন বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন।

৪৭ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত প্রার্থী মোতালেব হোসেন রতন তার নির্বাচনী এলাকায় দিনব্যাপী গণসংযোগ চালান। অন্যদিকে দক্ষিণের ৬০ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর মেম্বার তার প্রতীক টিফিন ক্যারিয়ার নিয়ে দনিয়া এলাকার বিভিন্ন সড়কে প্রচার চালান। একই ওয়ার্ডের মাহবুব হোসেন মামুন প্রচার চালান ঘুড়ি প্রতীক নিয়ে।

জাপা-ইসলামী আন্দোলনের প্রচারণা : সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীরা গতকাল দিনভর প্রচারণা করেছেন।

মিলনের প্রচারণা : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন গতকাল দিনভর কামরাঙ্গীরচরের বডগ্রাম, কিল্লার মোর, বেড়িবাঁধ, রনি মার্কেট, ফুট্টাবাজারে লাঙ্গল মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহজাদা, মহানগর জাতীয় পার্টির নেতা জামাল উদ্দিন, আবদুুল কাদের, কামাল হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ।

হাত পাখার প্রচারণা : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত আবদুর রহমান গতকাল দিনভর যাত্রাবাড়ীসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, হাতপাখার প্রার্থী বিজয়ী হলে বিজয় হবে গণমানুষের। বিজয় হবে ইমানদার জনতার। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা আবুল কাশেম, আবদুল ওয়াদুদ, জাহাঙ্গীর আলম, মুফতি ছিদ্দিকুর রহমান, ছাত্রনেতা ইমরান হোসাইন নূর, মানোয়ার হোসেন, ফারুক হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের নেতারা অংশ নেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদও বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর