বুধবার, ২২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

কর্মযজ্ঞে পাল্টে যাচ্ছে রাজশাহী

সম্প্রসারিত হচ্ছে সড়ক, আসছে মেগা প্রকল্প

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

কর্মযজ্ঞে পাল্টে যাচ্ছে রাজশাহী

রাজশাহী নগর সড়ক উন্নয়নে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। ইতিমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে নগরীর বিভিন্ন সড়কের উন্নয়ন। নগরীর প্রধান সড়কগুলোর সঙ্গে পাল্টে যেতে শুরু করেছে নগরচিত্র। শুধু সড়ক নয়, আলোকায়ন, নগর অবকাঠামো থেকে শুরু করে নগর সৌন্দর্য সব পাল্টে যাচ্ছে দ্রুত। সৌন্দর্যের দিক দিয়ে তাই দেশের সব নগরীর চেয়ে রাজশাহীও পেয়েছে আলাদা স্বীকৃতি। উন্নত পরিবেশবান্ধব শহর গড়ে ইতিমধ্যে পুরস্কারও পেয়েছেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী নগরী এখন দ্রুত এগিয়ে চলেছে সড়কের উন্নয়ন কাজ। এছাড়া ১৭৩ কোটি টাকার রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীর ৩০টি ওয়ার্ডের রাস্তার উন্নয়ন কাজ চলছে। বিভিন্ন রাস্তার সঙ্গে চলছে ড্রেনেরও কাজ। এদিকে রাজশাহী নগরীকে সাজাতে আসছে ৩ হাজার কোটি টাকার মেগা প্রকল্প। যা এই     মাসেই একনেকে পাস হবে বলে আশা করছেন রাজশাহী সিটি করপোরেশনের কর্মকর্তারা। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নগরীর গুরুত্বপূর্ণ রেলক্রসিংয়ে ওভারপাস নির্মাণ করা হবে। এছাড়া নগরীতে ৬টি ফ্লাইওভার নির্মাণ, ৫০টি বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মাণ, কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ, গুরুত্বপূর্ণস্থানে ১৭টি ফুটওভার ব্রিজ নির্মাণ, ৩০টি গণশৌচাগার নির্মাণসহ গোরস্থান ও জলাশয়ের ধারে ওয়াকওয়ে নির্মাণসহ প্রায় ৬৯টি ক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়ন করা হবে। সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, গত বছর জুলাইয়ে স্থানীয় সরকার বিভাগের প্রকল্প যাচাই কমিটির সভায় নতুন প্রকল্প অনুমোদিত হয়েছে। আশা করছি এই মাসেই প্রকল্পটি একনেকে পাস হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থাসহ নতুন রূপে গড়ে উঠবে নগরী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর