বুধবার, ২২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বিতর্কিতরাও চান গুরুত্বপূর্ণ পদ!

চট্টগ্রাম উত্তর আওয়ামী লীগ

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে আসতে চান বিতর্কিত কিছু নেতা। অভিযোগ অনুযায়ী, এ লক্ষ্যে তারা চালাচ্ছেন নানা তদবির। তাদের মধ্যে রয়েছেন হুন্ডি ব্যবসায়ী, সোনা কারবারি, অস্ত্র ব্যবসায়ীসহ নানান অভিযোগে অভিযুক্ত ব্যক্তি। এসব বিষয়ে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ ছালাম বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। আগামী কয়েকদিনের মধ্যে উত্তর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আসতে পারে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটি পরিচ্ছন্ন কমিটি গঠনের উপহার দেওয়ার প্রচেষ্টা চলছে। এর মধ্যে অনেকের বিরুদ্ধে হয়তো কিছু অভিযোগ থাকতে পারে। তবে আমার দলের জন্য নিবেদিতদের স্থান দেওয়ার প্রচেষ্টায় করব।’ নাম প্রকাশ না করার শর্তে উত্তর জেলা আওয়ামী লীগের এক সিনিয়র নেতা বলেন, ‘কে কোনো নেতার অনুসারী সে বিবেচনা থেকে কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। তাই বিগত সময়ে জামায়াত-বিএনপির বন্ধু হিসেবে পরিচিত এমন অনেক নেতাও প্রক্রিয়াধীন কমিটির গুরুত্বপূর্ণ পদে আসছেন বলে শোনা যাচ্ছে। হুন্ডি ব্যবসায়ী, মাদক চক্রের হোতা, সোনা চোরাচালানের অভিযুক্ত এবং নানান অপরাধের অভিযুক্ত ব্যক্তিরাও এ কমিটিতে আসতে জোর তদবির চালাচ্ছেন। বিতর্কিত কেউ গুরুত্বপূণ পদে আসলে তা দলের ত্যাগী নেতাদের জন্য তা হবে দুঃখজনক।’ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মঞ্জুর আলম মনজু বলেন, ‘দলের প্রধান শেখ হাসিনা দলের ত্যাগী ও নিবেদিত নেতাদের স্থান দিতে নির্দেশনা দিয়েছেন। আশা করছি উত্তর জেলাও দল প্রধানের এ নির্দেশনা কার্যকর হবে। দলের দুঃসময়ে মাঠে ছিলেন এমন নেতাদের এবার মূল্যায়ন করা হবে।’ কমিটির দৌড়ঝাঁপের উদাহরণ টেনে নাম প্রকাশ না করার শর্তে এক নেতা জানান, নিজের অনুসারীদের স্থান দিতে এক নারী নেত্রী কয়েকজনের একটি তালিকা জমা দিয়েছেন শীর্ষ নেতাদের কাছে। ওই নেত্রীর তালিকায় থাকা সিংহভাগ নেতার বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর