বুধবার, ২২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

দলে গ্রুপিং করলে ব্যবস্থা : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দলে কোনো গ্রুপিং করা চলবে না। যারাই গ্রুপিং করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিভেদ ভুলে সবাইকে দলের জন্য কাজ করতে হবে। গ্রামে-গঞ্জে দলকে শক্তিশালী করতে হবে। জাপার উন্নয়ন প্রচার করে এলাকাবাসীর মন জয় করতে হবে, তাহলে জাতীয় পার্টি আগামীতে ক্ষমতায় যাবে। গতকাল রাজধানীর উত্তরার বাসায় টাঙ্গাইলের বাসাইল ও সখীপুর থেকে আগত নেতাদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। এর আগে টাঙ্গাইলের আশরাফ সিদ্দিকীকে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান নির্বাচিত করায় টাঙ্গাইলের বাসাইল ও সখীপুর  নেতারা জিএম কাদেরকে ফুলের তোড়া দিয়ে কৃতজ্ঞতা জানান।

এ সময় দলের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান আশরাফ সিদ্দিকী, বাসাইল উপজেলা জাপার সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, সখীপুর উপজেলা সভাপতি আব্দুস সামাদ সিকদার, সাধারণ সম্পাদক মাসুদ রানা, বাসাইল পৌরসভা সভাপতি  মোশাররফ হোসেন ভূইয়া, সেক্রেটারি মিজু খানসু, সখীপুর পৌরসভা সভাপতি আইনাল সিকদার, উপজেলা নেতা ফরমান আলী মাষ্টারসহ উপজেলা জাপা, যুবসংহিত ও ছাত্রসমাজের নেতারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর