বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

চীনা ভাইরাস নিয়ে বাড়ছে আতঙ্ক ওসমানীতে বিশেষ সতর্কতা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

চীনা ভাইরাস নিয়ে বাড়ছে আতঙ্ক ওসমানীতে বিশেষ সতর্কতা

কোনো বিদেশযাত্রীর মাধ্যমে যাতে চীনের নতুন ভাইরাস সিভিয়ার অ্যাকুইট রেসপিরেটরি সিনড্রোম (এসএআরএস) দেশে ঢুকতে না পারে সে জন্য ঢাকা ও চট্টগ্রামের পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে বিমানবন্দরে দায়িত্ব পালন করছে বিশেষ মেডিকেল টিম। তবে সিলেটের সঙ্গে চীনের সরাসরি ফ্লাইট না থাকায় এ ভাইরাস ওসমানী বিমানবন্দর হয়ে ছড়ানোর আশঙ্কা খুব কম বলে জানিয়েছেন বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ। বিমানবন্দর সূত্রে জানা গেছে, ওসমানী বিমানবন্দরে সিভিল সার্জন অফিসের একটি চিকিৎসক দল দায়িত্ব পালন করছে। চীনে এসএআরএস ভাইরাস ছড়িয়ে পড়ার পর এ চিকিৎসক টিমকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, চীন থেকে যেসব যাত্রী সিলেট আসেন তারা প্রথমে   ঢাকা শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। সেখানে তাদের স্ক্রিনিং করা হয়। পরবর্তীতে তারা অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে ওসমানীতে আসেন। যে কারণে চীন থেকে আসা কোনো যাত্রী কোনো ধরনের ভাইরাস সংক্রমণ নিয়ে এলে তা শাহজালাল বিমানবন্দরে শনাক্ত হওয়ার কথা। এর পরও ঢাকা থেকে কোনো যাত্রীর ব্যাপারে তথ্য পেলে সিলেটে স্ক্রিনিং করার জন্য একটি মেডিকেল দল সার্বক্ষণিক দায়িত্বে রয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর