শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

পর্দা নামল বসুন্ধরায় ভারতীয় প্রকৌশল প্রদর্শনীর

নিজস্ব প্রতিবেদক

পর্দা নামল বসুন্ধরায় ভারতীয় প্রকৌশল প্রদর্শনীর

শিল্প উদ্যোক্তাদের মধ্যে বিপুল সাড়া জাগিয়ে শেষ হলো ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হওয়া ভারতীয় প্রকৌশল প্রদর্শনী। গতকাল ছুটির দিনে দর্শনার্থী সমাগমে মুখরিত ছিল প্রদর্শনীস্থল। কাক্সিক্ষত পণ্য ও মেশিনারিজের খোঁজে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন শিল্প উদ্যোক্তারা। আসেন অনেক কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীও। দর্শনার্থী সমাগমে সন্তোষ প্রকাশ করেছেন আয়োজক ও অংশগ্রহণকারীরা। আইসিসিবির দুটি হলজুড়ে তিন দিনের এ প্রদর্শনীতে শতাধিক ভারতীয় প্রতিষ্ঠান তাদের প্রকৌশল পণ্য তুলে ধরে। ছিল বেশ কিছু বাংলাদেশি প্রতিষ্ঠানও। ডাইস, মোল্ডস, অটো পার্টস, টিউব, পাইপ, কেবলসহ ইলেকট্রিক সরঞ্জাম, ইলেকট্রিক্যাল ও ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি ও পার্টস, মেশিন টুলস এবং অ্যাকসেসরিজ, কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি, নির্মাণকাজে ব্যবহৃত যন্ত্রপাতি, প্লাস্টিকের কাঁচামাল ও মেশিনারিসহ নানা প্রকৌশল পণ্য প্রদর্শন করা হয়। এসবের মধ্য থেকে কাক্সিক্ষত পণ্য ও       মেশিনারিজের খোঁজে ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন শিল্প উদ্যোক্তারা। অধিকাংশই ছিলেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তা। শিল্পে দ্রুত অগ্রগতির কারণে বাংলাদেশকে শিল্প প্রযুক্তির বড় বাজার মনে করে ভারত। প্রদর্শনী উদ্বোধনের দিন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশও বলেন, ‘পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান শীর্ষস্থানীয় হওয়ায় বাংলাদেশে টেক্সটাইল মেশিনারি সরবরাহের সুযোগ রয়েছে ভারতের।’ এ কারণে এখানে প্রদর্শনীতে অংশ নিতে ভারতীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যেও দেখা গেছে আগ্রহ। তিন দিনে দর্শনার্থী সমাগম দেখে প্রদর্শনীতে অংশ নেওয়া সাফেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পঙ্কজ পান্ডে বলেন, ‘প্রদর্শনীতে এতটা সাড়া পাব ধারণা করিনি। প্রায় একই রকম কথা বলেন প্রোটোনিক্স ফরচুনার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের আশিষ চৌধুরী ও পরওয়াল অটো কমপোনেন্টস লিমিটেডের অতীন জইন। ‘প্রবৃদ্ধির জন্য অংশীদার’ স্লোগানে আইসিসিবির দুটি হলে গত বুধবার শুরু হওয়া ভারতীয় প্রকৌশল প্রদর্শনী শেষ হয় গতকাল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর