শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

এক সপ্তাহে অবৈধ বন্ডেড পণ্যবাহী ১৬ কাভার্ড ভ্যান আটক

নিজস্ব প্রতিবেদক

বন্ড সুবিধার অপব্যবহার প্রতিরোধ, শুল্ক-করাদি আহরণ এবং দেশীয় শিল্পের সুরক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করছে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা। এরই অংশ হিসেবে বিভিন্ন বন্ডেড প্রতিষ্ঠান ও মজুদস্থলে প্রিভেন্টিভ অভিযানের পাশাপাশি অবৈধ বন্ডেড পণ্য পরিবহন ঠেকাতে নিয়মিত নৈশ অভিযান পরিচালনা করা হচ্ছে। গত এক সপ্তাহে নিয়মিত এ ধরনের অভিযানে রাজধানীর গুলিস্তান, সদরঘাট, উর্দু রোড, নয়াবাজার ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধ বন্ডেড পণ্য পরিবহনকালে মোট ১৬টি কভার্ড ভ্যান আটক করা হয়েছে। এসব যানবাহন থেকে আটক পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ফেব্রিক্স, সুতা, ইন্টারলাইনিং, পিপি ফিল্ম, পিপি দানা, কেমিক্যালস, বিওপিপি ফিল্ম, কাগজ, জুতা ইত্যাদি। এসব পণ্য কাঁচামাল হিসেবে বিভিন্ন বন্ডেড প্রতিষ্ঠান কর্তৃক আমদানিপূর্বক রপ্তানিতব্য পণ্য উৎপাদনে ব্যবহারের পরিবর্তে চোরাই পথে খোলা বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে। পুরান ঢাকার বিভিন্ন এলাকায় এসব পণ্যের চোরাই বাজার গড়ে উঠার অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় কাস্টমস বন্ড কমিশনারেটের    কমিশনারের তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। উক্ত যানবাহন থেকে আটক পণ্যের বাজারমূল্য প্রায় ছয় কোটি ২৫ লাখ টাকা। এর বিপরীতে আদায়যোগ্য শুল্ক-করাদির পরিমাণ প্রায় দুই কোটি ৭৫ লাখ টাকা। আটক পণ্যের বিপরীতে ন্যায় নির্ণয়ন চলমান রয়েছে। পাশাপাশি অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহের বন্ডিং কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে। ঢাকার কাস্টমস বন্ড কমিশনারেট কমিশনার এস এম হুমায়ুন কবীর বলেন, বন্ডেড পণ্যের অবৈধ বাণিজ্য নির্মূল করতে উৎস, মাধ্যম এবং গন্তব্য চিহ্নিত করে সর্বত্র এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর