শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

মুজিববর্ষে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ হালদা নদী

বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে এ ব্যাপারে সরকারিভাবে ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে হালদা নদীর সংশ্লিষ্ট এলাকায় এ ব্যাপারে করণীয় কর্মসূচি শুরু করা হয়েছে। হালদা নদীকে হেরিটেজ ঘোষণায় স্থানীয় পর্যায়ের সমন্বয়ক ও হাটহাজারী নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন বলেন, ‘হালদা নদী সংলগ্ন এলাকার সবার সঙ্গে মতবিনিময় করে একটি সমন্বিত সুপারিশ প্রণয়ন করা হবে। এ লক্ষ্যে গত বুধবার সংশ্লিষ্ট উপজেলাগুলোতে বৈঠক অনুষ্ঠিত হয়। শিগগিরই বৈঠকের সুপারিশ লিখিত আকারে মৎস্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।’ তিনি বলেন, ‘হালদা নদী দেশের জাতীয় সম্পদ। এটিকে জাতীয় ঐতিহ্য ঘোষণা করা হলে একটি নীতিমালা হবে, একটি কার্যকর কমিটি হবে এবং নিয়মিত তদারকি   করা হবে। ফলে নদীটি রক্ষা করা যাবে।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিচার্স ল্যাবরেটরির সমন্বয়ক অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, ‘পার্শ্ববর্তী দেশ ভারতের জাতীয় নদী গঙ্গা, পাকিস্তানের জাতীয় নদী সিন্ধু ও মিসরের জাতীয় নদী নীল নদ। কিন্তু বাংলাদেশ এখনো কোনো জাতীয় নদী ঘোষণা করেনি। বিলম্ব হলেও মুবিজবর্ষ উপলক্ষে হালদাকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘোষণা করা হচ্ছে। এটি সুখবর।’ তিনি বলেন, হালদা দেশের একমাত্র নদী, যা জাতীয় নদী হিসেবে সব শর্ত পূরণ করে। ফলে দেশের ৭৬১টি নদীর মধ্যে হালদা সর্বাধিক গুরুত্বপূর্ণ নদী।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর