শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ভারতের সহায়তায় খালিশপুরে কলেজিয়েট গার্লস স্কুল

উদ্বোধন করবেন দুই প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, খুলনা

প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতের আর্থিক সহায়তায় খুলনার খালিশপুরে কলেজিয়েট গার্লস স্কুল নির্মাণ করা হয়েছে। চারতলা একাডেমিক ভবন, বিশাল খেলার মাঠ, মাল্টিমিডিয়া প্রজেক্টর সমন্বয়ে শ্রেণিকক্ষ, কম্পিউটার শিক্ষা, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য স্কুল বাস- এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানটি সবার নজর কেড়েছে। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) তত্ত্বাবধায়নে চলতি বছরের শুরুতে এখানে শিক্ষক নিয়োগ ও শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। আগামী মার্চে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানটির উদ্বোধন করবেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। জানা যায়, ‘বাংলাদেশে টেকসই উন্নয়ন প্রকল্প’ কর্মসূচির আওতায় ভারত শিক্ষাপ্রতিষ্ঠানটি নির্মাণে প্রায় ১২ কোটি টাকা সহায়তা দেয়। ভবন নির্মাণ ছাড়াও এই অর্থে আসবাবপত্র, কম্পিউটার ল্যাব, ল্যাপটপ, ফটোকপি মেশিন, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও স্কুল বাস ক্রয় করা হয়েছে।

কেসিসির প্রধান পরিকল্পনাবিদ আবির-উল জব্বার বলেন, এ অঞ্চলের নারী শিক্ষার উন্নয়নে পরিত্যক্ত খালিশপুর নিউ মার্কেটের জায়গায় শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে ভবন নির্মাণ কাজ শুরু হয়। এর আগে ২০১৪ সালে ভারত তাদের অর্থায়নে গার্লস স্কুল করার প্রস্তাব দেয়। নীতিগতভাবে সিদ্ধান্তের পর সিটি করপোরেশন, ভারতীয় দূতাবাস ও অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এদিকে মেয়েদের জন্য আধুনিক মানের নতুন শিক্ষাপ্রতিষ্ঠানটি পেয়ে খুশি অভিভাবকরা। তাদের মতে, শিক্ষার্থীদের মানসিক বিকাশে স্কুলটি ভূমিকা রাখবে। প্রতিষ্ঠানটি পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কেসিসির শিক্ষা কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান বলেন, তৃতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এখানে মেয়েদের পড়াশোনার সুযোগ থাকবে। এ বছর পাঁচটি শ্রেণিতে ২৫০ শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর