শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বরিশালে ছাত্রাবাসে গভীর রাতে শিক্ষার্থী নির্যাতন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ছাত্রাবাসে গভীর রাতে এক ছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে সিনিয়রদের বিরুদ্ধে। ছাত্রাবাস দখলকে কেন্দ্র করে তার ওপর নির্যাতন চালানো হয়। পরে আহতাবস্থায় তাকে ওই রাতেই শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ছাত্রের নাম সালাউদ্দিন। তিনি বরিশাল আইএইচটির পুরাতন প্রথম বর্ষের ছাত্র। সালাউদ্দিন জানান, দেড় বছর ধরে তিনি ছাত্রাবাসের একটি কক্ষে বসবাস করছেন। কয়েক দিন ধরেই ইনস্টিটিউটের ২য় বর্ষের ছাত্ররা তাকে          ওই ছাত্রাবাস ত্যাগের হুমকি দিচ্ছিলেন। গত বৃহস্পতিবার গভীর রাতে ২য় বর্ষের ছাত্র রিয়াজ, মুকিব, দেবজিৎ ও ইমন ১ম বর্ষের ছাত্র সালাউদ্দিনের কক্ষের সামনে অবস্থান নিয়ে তারা তাকে কক্ষ থেকে বের হতে বলে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিয়াজ, মুকিব, দেবজিৎ ও ইমন লাঠি দিয়ে সালাউদ্দিনকে বেদম মারধর করে। শেরেবাংলা মেডিকেলে দায়িত্বরত কোতোয়ালি মডেল থানার এসআই ছগির হোসেন জানান, ছাত্রাবাস থেকে আহত ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ ডা. মো. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর