শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

প্রাণের উৎসবে মাতোয়ারা ঢাবির অ্যাকাউন্টিং বিভাগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রাণের উৎসবে মেতে উঠেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। গতকাল বিভাগের ৫০ বছর ও অ্যাকাউন্টিং অ্যালামনাইর ২৫ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী আনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। অনুষ্ঠানে প্রথমবারের মতো সম্মাননা দেওয়া হয় কৃতী শিক্ষার্থী ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে। বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. রিয়াজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত    ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, ঢাবি বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন বিভাগীয় সাবেক শিক্ষক অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিক, অধ্যাপক এম মঈনউদ্দিন খান, অ্যাকাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি স্বদেশ রঞ্জন সাহা ও সাধারণ সম্পাদক এম তোফায়েল আহমেদ। সম্মাননা পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করে অর্থমন্ত্রী বলেন, ‘সবার ভালোবাসায় আমি এ পর্যন্ত আসতে পেরেছি। শিক্ষকরা আমাকে নানাভাবে সহযোগিতা করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’ এ সময় বিভাগের উন্নয়ন ও বৃত্তি প্রকল্প চালু করতে অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দেন অর্থমন্ত্রী। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান তাঁর বক্তব্যে বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এই বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর