শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

জাহাজ চাপায় দুই শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে নির্মাণাধীন জাহাজ নদীতে ভাসানোর সময় চাপা পড়ে দুই শ্রমিক নিহত ও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার বিবিজোড়া এলাকার ব্রহ্মপুত্র নদের তীরে স্নেহা শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে ওই ঘটনা ঘটে। এর মধ্যে বৃহস্পতিবার রাতে নিহত শ্রমিক মো. রাসেল এবং গতকাল সকালে ইয়া রাসুলের লাশ উদ্ধার করা হয়। রাসেলের বাড়ি মেঘনার ঝাউচর ও ইয়া রাসুল একই এলাকার গিয়াসউদ্দিনের ছেলে। এ ছাড়া আহত চারজনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। ডকইয়ার্ড শ্রমিকরা জানান, নির্মাণ শেষে জাহাজটি    নদীতে ভাসানোর সময় বালুতে আটকে যায়। তখন রাসেল ও রাসুলসহ ৬ জন বালু অপসারণে জাহাজের তলদেশে যায়। এ সময় হুইলওয়্যার ছিঁড়ে জাহাজটি পড়ে গেলে নিচে চাপা পড়েন তারা। তবে, চারজনকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও রাসেল ও ইয়া রাসুল আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট অভিযান চালিয়ে দুই শ্রমিকের লাশ উদ্ধার করে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ জেলা উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, বৃহস্পতিবার জাহাজ চাপায় দুজন নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। অপরদিকে ঘটনার পর পরই পালিয়ে গেছে স্নেহা শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের মালিক। প্রতিষ্ঠানটি অবৈধভাবে এতদিন জাহাজ নির্মাণ পরিচালনা করে আসছে। ফলে দুর্ঘটনার খবর পেয়ে মালিক পালিয়ে গেছে। এ ব্যাপারে বন্দর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর