শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

রাজশাহীতে চালু হচ্ছে ফরেনসিক ল্যাব

নিজস্ব প্রতিবেদক

ঢাকার বাইরে চট্টগ্রামের পর এবার রাজশাহীতে চালু হচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিভাগীয় ফরেনসিক ল্যাব। আগামী ৩ ফেব্রুয়ারি এটি পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) উদ্বোধন করার কথা রয়েছে। সাইবার এবং ডিএনএ পরীক্ষা ছাড়া তদন্ত সংশ্লিষ্ট সবধরনের পরীক্ষা-নিরীক্ষার সুবিধা ওই ল্যাবে পাওয়া যাবে বলে জানিয়েছে সিআইডি সূত্র। রাজশাহীর বিভাগীয় ল্যাবে রয়েছে- রাসায়নিক পরীক্ষাগার, ফিঙ্গারপ্রিন্ট শাখা, হস্তলিপি শাখা, জালনোট ও মেকিমুদ্রা শাখা, ফটোগ্রাফি শাখা, ব্যালিস্টিকস শাখা, অণুবিশ্লেষণ শাখা,                 পদচিহ্ন শাখা এবং ক্রাইমসিন ইউনিট। তবে আগে থেকেই ঢাকার বাইরে কক্সবাজার, পটুয়াখালী, ঝিনাইদহ ও ঠাকুরগাঁয়ে ক্রাইমসিন ইউনিট চালু ছিল। বিভাগীয় ল্যাব চালু হলে রাজশাহী ও রংপুর বিভাগের মানুষদের জটিল বিষয়াদি শনাক্তের জন্য রাজধানীতে আসতে হবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর