শিরোনাম
সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
কবি নজরুল বিশ্ববিদ্যালয়

প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের আন্দোলন

ময়মনসিংহ প্রতিনিধি

পরিবহন ও আবাসন সংকট, সেশনজটসহ বিভিন্ন দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিনভর বিক্ষোভ করেছে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সকাল সাড়ে ৯টা থেকে প্রশাসনিক ভবনে তালা মেরে আন্দোলন শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে জয়বাংলা চত্বরের সামনে অবস্থান নেয়। পরে বেলা ১২টার দিকে আবারো বিক্ষোভ মিছিল নিয়ে ভিসি বাংলোর সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত বছরের নভেম্বরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভিসি অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের চারটি নিজস্ব বাস আনার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কোনো বাসের দেখা পায়নি। এমনকি মসজিদ, মন্দির, অডিটরিয়াম, টিএসসি, চলমান দশতলা বিশিষ্ট দুটি হলের কাজ সম্পন্ন করাসহ আরও অনেক কিছুরই প্রতিশ্রুতি দিলেও কোনোটিই বাস্তবায়ন করতে পারেননি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান জানান, ভিসি স্যার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। তাদের আশ্বস্ত করেছেন অতিদ্রুত সময়ের মধ্যেই দাবিগুলো পূরণ করবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর