সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

প্রচারণায় সরগরম ঢাকা সিটি

♦ সচল ঢাকা গড়তে প্রয়োজনীয় ব্যবস্থা : তাপস ♦ দুঃশাসনের জবাব দিন ব্যালটে : তাবিথ ♦ বুড়িগঙ্গাকে দখলমুক্ত করব : মিলন

নিজস্ব প্রতিবেদক

প্রচারণায় সরগরম ঢাকা সিটি

করোনা ভাইরাস যাতে ঢাকা বা বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট প্রশাসনকে আগাম ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল রাজধানীর সবুজবাগের মায়াকানন রোডে গণসংযোগকালে তিনি এ অনুরোধ জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাপস বলেন, আধুনিক ও সচল ঢাকা গড়তে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সেই সঙ্গে ঐতিহ্যের ঢাকা, আধুনিক ঢাকা, উন্নত ঢাকা ও সচল ঢাকা গড়তে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এর আগে সকাল থেকে মায়াকানন এলাকায় জড়ো হতে থাকে আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগসহ দলটির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এদিকে দুর্নীতি ও দুঃশাসনের জবাব ব্যালটের মাধ্যমে দেওয়ার আহ্বান জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, ‘সময় এসেছে অপশক্তিকে রুখে দাঁড়ানোর। ভয়কে জয় করে ঐক্যবদ্ধ হয়ে ব্যালটের মাধ্যমে অপশক্তির বিরুদ্ধে জবাব দেওয়ার প্রস্তুতি নিন। নিজেদের উন্নয়নে, ঢাকার উন্নয়নে ১ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন।’ গতকাল রাজধানীর ৮, ১৬, ১৯ ও ২৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী পথসভা ও গণসংযোগে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, নির্বাচিত হলে বুড়িগঙ্গাকে আবর্জনা ও দখলমুক্ত করে এ নদীকে হাতিরঝিলের ন্যায় সাজাব। ফুটপাথ থেকে হকার উচ্ছেদ করে তাদের পুনর্বাসন করা হবে। গতকাল মৌচাক থেকে শুরু করে মালিবাগ, কমলাপুর, মতিঝিল, সায়দাবাদ, যাত্রাবাড়ী,  ডেমরা, মীরহাজিরবাগ, দয়াগঞ্জ, জুরাইন,  পোস্তাগোলা এলাকায় ভোটারদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

মিলন বলেন, নির্বাচিত হলে আমার প্রথম কাজই দুর্নীতি নির্মূলে জিহাদ করা। জাতীয় পার্টি কখনই দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি। এ সময় জাপা চেয়ারম্যানের উপদেষ্টা শাহ-ই-আজম, মহানগর জাপা নেতা এমএ  সোবহান, মাহবুবুর রহমান খসরু, সারোয়ার হোসেন,  চৌধুরী মিজান, হিরো বাবুল, শমরেস ম ল মানিক প্রমুখ তার সঙ্গে ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর