শিরোনাম
সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
গোপীবাগের ঘটনা

৪৮ ঘণ্টার মধ্যে পুলিশের কাছে ‘তথ্য’ চাইল রিটার্নিং কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী ইশরাকের প্রচারে সংঘর্ষের ঘটনার প্রকৃত তথ্য ৪৮ ঘণ্টার মধ্যে জানতে চেয়েছেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন। গতকাল তিনি বলেন, আমি তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়েছি। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ওসিকে প্রকৃত তথ্য ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে বলেছি। জানা গেছে, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলারক্ষা বাহিনীর কাছে এ সংক্রান্ত জবাব চেয়ে চিঠিও দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আইনশৃঙ্খলারক্ষা বাহিনীর কাছে তিনি ব্যাখ্যা চেয়েছেন। ওয়ারী থানার ওসিকে প্রকৃত ঘটনা কী এবং দায়ী কারা- এ সংক্রান্ত চিঠির জবাব দিতে বলা হয়েছে। এদিকে ইসি সচিব মো. আলমগীর জানান, টিকাটুলিতে সংঘর্ষের ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর