সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

সেবা দিয়ে রাজস্ব আদায় করব

----------------------- অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জনগণকে সেবা দিয়ে রাজস্ব আদায় করব। এটা করতে পারলে রাজস্ব আদায়ের পরিমাণ অনেকগুণ বাড়বে। এ জন্য আইনসমূহ সহজ করব।

গতকাল রাতে রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, রাজস্ব আদায়ের পাশাপাশি কাস্টমস কর্মকর্তাদের সেবার মনোভাব বাড়াতে হবে। তাহলে রাজস্ব আদায় স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে। পাশাপাশি তা বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খন্দকার আমিনুর রহমান ও মূল প্রবন্ধ পাঠ করেন সৈয়দ গোলাম কিবরিয়া।

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়, মোংলা বন্দর কর্তৃপক্ষ ও আয়কর বিভাগসহ ১৪ কাস্টমস কর্মকর্তাকে সার্টিফিকেট অব মেরিট সনদ দেওয়া হয়। 

এদিকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে গতকাল ১২তম আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন করেছে সরকার। সকালে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর