সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

শেষ মুহূর্তে ঘাম ঝরাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরা

পথসভা ও ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে শেষ মুহূর্তে ঘাম ঝরাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিজ নিজ এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভায় সময় পার করছেন তারা। ঢাকা উত্তর সিটির ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল গতকাল শাহজাদপুর, নর্দা, কালাচাঁদপুর ও বারীধারার ঘরে ঘরে গিয়ে মেয়র পদে নৌকা ও কাউন্সিলর পদে ঠেলাগাড়ী মার্কায় ভোট প্রার্থনা করেছেন। উত্তরের ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও বর্তমান ওয়ার্ড কাউন্সিলর মো. নাছির (ঘুড়ি) গতকাল মহাখালী সাততলা, স্বাস্থ্য এলাকা ও ভূঁইয়াপাড়া এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও লিফলেট বিতরণ করেছেন। ঢাকা দক্ষিণ সিটির ১২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম আশরাফ তালুকদার নির্বাচনী এলাকার গুলবাগ, মালিবাগ এলাকায় গণসংযোগ করেন। ৫৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের প্রার্থী আকাশ কুমার ভৌমিক নির্বাচনী এলাকায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ব্যাপক গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন। ঢাকা দক্ষিণের ৩৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. আবদুর রহমান মিয়াজী দলীয় নেতা-কর্মীদের নিয়ে সদরঘাট, শাখারীবাজার, কবিরাজ গলিতে প্রচারণা চালান। ঢাকা দক্ষিণের ৪৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী আবুল কালাম অনু যাত্রাবাড়ী এলাকায় গণসংযোগ করেন।

 ঢাকা দক্ষিণের ২১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে নৌকা ও নিজের পক্ষে ভোট চান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর