সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বিশ্ব বলছে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ

রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনা

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের মন্ত্রী-এমপিরা বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে বলেছেন, সারা বিশ্ব বলছে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি বিস্ময়কর, উন্নয়নের রোলমডেল বাংলাদেশ। কিন্তু একটি দল বিএনপি, তাদের কোনো উন্নয়নই চোখে পড়ে না। কারণ এ দলটির সহযোগী সংগঠন হচ্ছে গ্রেনেড হামলাকারী, অগ্নিসন্ত্রাসী, জঙ্গি-সন্ত্রাসী, খুনি-স্বাধীনতাবিরোধীদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুভয়কে জয় করে অগ্নিসন্ত্রাস-জঙ্গি-মাদক-দুর্নীতিবাজ-দরিদ্রতা-নিরক্ষরতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, সব যুদ্ধে তিনি জয়ী হয়েছেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে একাদশ সংসদের ষষ্ঠ অধিবেশনে গতকাল তারা এসব কথা বলেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, সরকারি দলের নাসির উদ্দিন, সুলতানা নাদিরা, খন্দকার মমতা হেনা লাভলী, তাহমিনা বেগম, সৈয়দা জোহরা আলাউদ্দিন, গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও বিরোধী দল জাতীয় পার্টির রওশন আরা মান্নান। গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কী হয়েছে জানি না, কিন্তু আমার আসনে সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। ধানের শীষ মার্কায় ভোট করলেও মুজিব কোর্ট পরে জয় বাংলা স্লোগান দিয়ে ভোট চেয়েছি। জাতীয় পার্টির রওশন আরা মান্নান বলেন, দেশের অর্থনীতিতে সঙ্কট চলছে। জনগণের গচ্ছিত টাকা লুটপাট হয়ে যাচ্ছে। জড়িতদের গ্রেফতার করে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও সাহসী নেতৃত্বে সব দিক থেকে দেশ আজ এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়ক দিয়ে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে রূপকল্প-২০২১ ও ২০৪১ বাস্তবায়ন হলে অবশ্যই বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বিএনপি-জামায়াত জোটের কঠোর সমালোচনা করে বলেন, সারা দেশ এগিয়ে যাচ্ছে, বিশ্ব বলছে বাংলাদেশ উন্নয়নের রোলমডেল। কিন্তু একটি দল আছে বিএনপি, তাদের চোখে কোনো উন্নয়নই চোখে পড়ে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর