মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

সিলেটে ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের ঝাঁকুনিতে আতঙ্ক তৈরি হয় জনমনে। অনেকে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ছেড়ে বের হয়ে আসেন রাস্তায়। গতকাল বেলা ১টা ১০ মিনিট ৪৪ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল- এমনটা জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ২। তিনি জানান, ভূমিকম্প সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় অনুভূত হয়েছে। এই প্রথম গোয়াইনঘাটে ভূমিকম্পের উৎপত্তি হলো।

উৎপত্তিস্থলের পাশেই রয়েছে ডাউকি ফল্ট। নতুন এ উৎপত্তিস্থল নিয়ে তত্ত্বানুসন্ধান চালানো হবে বলে তিনি জানান।   

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর