মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো-কমানোর সিদ্ধান্ত সরকারের : হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার নির্দেশনা চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাই কোর্ট। এ সময় আদালত বলে, চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো বা কমানো সরকারের সিদ্ধান্তের বিষয়। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এর আগে গত ২৬ জানুয়ারি ৩০ বছর পার হয়ে যাওয়ায় বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত বিজিত শিকদারসহ পাঁচজনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এবিএম আলতাফ হোসেন এ রিট করেন। রিটে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের বয়স, যোগ্যতা ও চাকরির আবেদনের বিধিমালা ২০১৪-এর ১৪ বিধিকে চ্যালেঞ্জ করা হয়। এই বিধিতে বলা আছে, যারা সাধারণ বিসিএস ক্যাডারে পরীক্ষা দেবেন তারা ৩০ বছর পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন। অথচ বিচারক নিয়োগ-সংক্রান্ত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজিএস) পরীক্ষায় ৩২ বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। এ ছাড়াও ওই বিধি অনুসারে শিক্ষা ক্যাডারেও ৩২ বছর পর্যন্ত পরীক্ষা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর