মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

প্রাথমিক সমাপনী পরীক্ষা বন্ধের পরিকল্পনা নেই

-গণশিক্ষা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বন্ধ করার পরিকল্পনা আপাতত সরকারের নেই। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল সংসদে তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, চলতি বছর প্রাথমিক স্তরে ভর্তির হার ৯৭ দশমিক ৭৪ ভাগ। ফলে বিদ্যালয়ের গমনযোগী প্রায় শতভাগ শিশু ভর্তির লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদেরকেও বিদ্যালয় ভর্তি ও বিদ্যালয়ের অবস্থান নিশ্চিতকল্পে অ্যাসিসটিভ ডিভাইস বিতরণসহ ইনক্লুসিভ এডুকেশনের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম নিয়েছে।  অপর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৩ দশমিক ৯ শতাংশ।

 এর মধ্যে পুরুষ ৭৬ দশমিক ৭ শতাংশ এবং নারী ৭১ দশমিক ২ শতাংশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর