বুধবার, ২৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

৩২ সংস্থার কাছে চসিকের পাওনা ১২১ কোটি ৩৬ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

৩২ সংস্থার কাছে চসিকের পাওনা ১২১ কোটি ৩৬ লাখ টাকা

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) গৃহকর আদায়ে বিভিন্ন সময় নানা উদ্যোগ গ্রহণ করে। তবুও সরকারি সংস্থা-দফতরগুলো তাদের গৃহকর আদায়ে অনীহা প্রকাশ করে আসছে। এবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে ৩২ মন্ত্রণালয়ে ‘চসিকের পাওনা আদায়ে বরাদ্দ প্রদানে’ চিঠি দেওয়া হয়েছে। সর্বশেষ তথ্য মতে, সরকারি ৩২ সংস্থা ও দফতরের কাছে চসিকের গৃহকর বাবদ পাওনা ১২১ কোটি ৩৬ লাখ ১২ হাজার ৪৯১ টাকা। চসিকের রাজস্ব বিভাগ সূত্রে জানা যায়, গৃহকর আদায়ে চসিক বিভিন্ন সময় নানা উদ্যোগ গ্রহণ করে। এর মধ্যে ২০১৯ সালের ১৬ এপ্রিল প্রথমবারের মতো আয়োজন করে ‘হোল্ডিং ট্যাক্স আদায় পক্ষ’। তাছাড়া চসিকের সম্মেলন কক্ষে সংস্থা-দফতরগুলোর প্রতিনিধি নিয়ে একাধিকবার বৈঠকও করা হয়। কিন্তু আশানুরূপ ফল মিলে না। এবার স্থানীয় সরকার মন্ত্রণালয় ৩২টি মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছে, তারা যেন নিজেদের দফতর-সংস্থার কাছে চসিকের পাওনা অর্থ বরাদ্দ দেয়। এ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় ২৬ জানুয়ারি ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রাপ্য গৃহকর পরিশোধ’ শীর্ষক একটি চিঠি দেয় ৩২ মন্ত্রণালয়ে। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা বলেন, ‘৩২ মন্ত্রণালয়ের  কাছে চসিকের বকেয়া টাকা আদায়ে অতীতে নানা উদ্যোগ গ্রহণ করা হলেও আশানুরূপ ফল মিলেনি।

 তাই আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি লিখে বলেছি, প্রতিটি মন্ত্রণালয় যেন তাদের অধীনস্থ দফতর-সংস্থাগুলোর বরাবরে চসিকের পাওনাগুলো আদায়ে প্রয়োজনীয় বরাদ্দ দেয়।  মন্ত্রণালয় এ ব্যাপারে ৩২টি মন্ত্রণালয়কে একটি চিঠিও দিয়েছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর