বুধবার, ২৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
হেফাজতের আলটিমেটাম

নারায়ণগঞ্জে মদের দোকান বন্ধের দাবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আগামী ২৪ ঘণ্টার মধ্যে অনুমোদন বাতিল করে ‘ব্লু পিয়ার রেস্টুরেন্ট’ নামে মদের দোকান বন্ধের দাবি জানিয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জের নেতারা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা। একই সঙ্গে যেসব ব্যক্তি বা দায়িত্বশীল বারের অনুমোদন দিয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক  ব্যবস্থা গ্রহণ ও নারায়ণগঞ্জ থেকে বদলি করার দাবি জানান তারা। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে সাংবাদিকদের এসব কথা জানান হেফাজতের নারায়ণগঞ্জ শাখার সভাপতি মাওলানা আবদুল আউয়াল, প্রধান সমন্বয়ক মাওলানা ফেরদাউসুর রহমান। এর আগে বেলা ১১টায় শহরের ডিআইটি এলাকায় রেলওয়ে জামে মসজিদের সামনে ব্লু পিয়ার নামক মদের বার প্রতিষ্ঠার প্রতিবাদে ও কর্মসূচি ঘোষণার জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করে স্থগিত করে সংগঠনটি। দুপুরে এর কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘সোমবার রাতে সদর মডেল থানার ওসি ও জেলা পুলিশ সুপার সংবাদ সম্মেলন স্থগিত করার অনুরোধ করেন এবং আশ্বস্ত করেন কোনোভাবেই এখানে মদের বার প্রতিষ্ঠা করা হবে না। প্রশাসন এ ব্যাপারে যথাযথ ভূমিকা পালন করবে। যদি তাদের কোনো প্রকার সন্দেহজনক কার্যক্রম দেখা যায় তাহলে প্রশাসন আপনারাসহ (হেফাজত নেতারা) প্রশাসন তা যৌথভাবে উচ্ছেদের পদক্ষেপ নেবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর