বুধবার, ২৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

মিশিগানে কনসুলেটর চায় বঙ্গবন্ধু পরিষদ

যুক্তরাষ্ট্রের মিশিগানে স্থায়ী কনসুলেটের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ। পরিষদের পক্ষ থেকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে ইমেইল বার্তায় এ দাবি জানানো হয়। পাশাপাশি পরিষদের মিশিগান প্রতিনিধি মিনহাজ রাসেল চৌধুরী ও নিউইয়র্ক প্রতিনিধি সোহরাফ সরকার পররাষ্ট্রমন্ত্র মন্ত্রণালয়ের পরিচালকের মাধ্যমে স্মারকলিপি দেন। ইমেইলের বার্তায় যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক ড. এম ডি রাব্বী আলম বলেন, মিশিগানে লক্ষাধিক বাংলাদেশি-আমেরিকানের বসবাস এবং বছরে কোটি কোটি টাকার রেমিট্যান্স পাঠাচ্ছেন। আর কনসুলেট সাহায্য নিতে মিশিগানের বাংলাদেশিদের প্রায় ১ হাজার ৩০০ কিলোমিটার দূরে গিয়ে জরুরি সেবা নিতে হয়। তিনি দাবি আদায়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের হস্তক্ষেপ কামন করেন। পরিষদের মিশিগান প্রতিনিধি ড. খাজা শাহাব আহমেদ, মোহম্মদ সাহাবউদ্দিন, অজিত কল্পনা দাস, কানুন দালাল বড়–য়া ও নুরুল হাসান পারভেজ আশা পোষণ করেন যে, ‘মুজিববর্ষ পালনের মধ্য দিয়ে আমরা যেমন পাচ্ছি একটি নতুন নাম মুজিববর্ষ, তেমন আমাদের গণমানুষের প্রাণের দাবি মিশিগানে একটি স্থায়ী কনসুলেট করা হোক।’ বিজ্ঞপ্তি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর