বুধবার, ২৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বিএনপির কাউন্সিলর প্রার্থীদের হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির কাউন্সিলর প্রার্থীদের হয়রানির অভিযোগ

ওয়ার্ডে ওয়ার্ডে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির কাউন্সিলর প্রার্থীরা। তারা বলেন, খুঁজে খুঁজে বের করে বিএনপি নেতা-কর্মীদের পুলিশে দেওয়া হচ্ছে, কোনো কোনো ওয়ার্ডে বিএনপির প্রার্থীদের পোস্টার ছিঁড়ে ও কেটে ফেলা হচ্ছে, নারী  কর্মীদের হেনস্তা করা হচ্ছে। ডিএনসিসির ১৮ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী শরিফউদ্দিন জুয়েল অভিযোগে জানান, গুলশান থানা বিএনপির দফরত নিশু ও তার আপন ছোটভাই কামরুল ইসলাম রাব্বিকে পুলিশ বিনা ওয়ারেন্টে আটক করে নিয়ে গেছে। স্থানীয় আওয়ামী লীগের লোকেরা পুলিশকে দেখিয়ে দিচ্ছেন কাকে কাকে গ্রেফতার করতে হবে, সে অনুযায়ী বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার  করা হচ্ছে। তিনি বলেন, পুলিশও অনেক কর্মীকে হুমকি দিচ্ছে।

ডিএনসিসির ৪০ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী আতাউর রহমান আতা (চেয়ারম্যান) টিফিন ক্যারিয়ার প্রতীকে গণসংযোগ চালাচ্ছেন। তার অভিযোগ, তার প্রচার মাইক ভেঙে ফেলা হয়েছে। নেতা-কর্মীদের মারধর করা হচ্ছে। আওয়ামী লীগের প্রার্থী নিজেই এসব কাজ করছেন। আলিফ আইডিয়াল স্কুল, ছিন্নমূল স্কুল, ছালেহা গার্ডেন ও স্থানীয় রায়বাজার এলাকায় গতকাল গণসংযোগ করেন ডিএনসিসির ৩৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট মাসুম খান রাজেশ। তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজন আমাদের পোস্টার কেটে ফেলছে। ২৫ নম্বর ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম কাজল আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে হুমকি-ধমকির অভিযোগ করেন। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর প্রার্থী হাজী দেলোয়ার হোসেন দুলু গণসংযোগে নানা বাধার অভিযোগ করেন। ডিএনসিসির ৬ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মাহফুজ হোসাইন খান সুমন অভিযোগ করেন, ভোটে লেভেল প্লেয়িং ফিল্ড নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর