বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

মেয়র প্রার্থীদের জন্য নাগরিক ইশতেহার

বিএনপির কাউন্সিলর প্রার্থী বদল

নিজস্ব প্রতিবেদক

মেয়র প্রার্থীদের জন্য নাগরিক ইশতেহার

আসন্ন সিটি নির্বাচনে মেয়র প্রার্থীদের জন্য নাগরিক ইশতেহার ঘোষণা করেছে সাতটি সংগঠন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক নাগরিক মতবিনিময় সভায় ইশতেহার তুলে ধরেন কেয়ার বাংলাদেশের ডিরেক্টর আমানুর রহমান। এসব সংগঠনের মধ্যে গণতান্ত্রিক বাজেট আন্দোলন, এনডিবাস, কোয়ালিশন ফর আরবান পুওর ইত্যাদি রয়েছে। ইশতেহারে নয়টি বিষয় তুলে ধরেন আমানুর রহমান। এগুলো হচ্ছে- ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ, ভূমি দখলমুক্তকরণ ও জলাবদ্ধতা দূরীকরণ, যানজট, নগর পরিবহন এবং পরিবেশ, নারী ও প্রতিবন্ধীবান্ধব গণপরিবহন ব্যবস্থার প্রচলন করা, নাগরিক নিরাপত্তা এবং নারীবান্ধব সড়ক ও পাবলিক স্পেস তৈরি, আবর্জনা ও দূষণমুক্ত সবুজ ঢাকা গড়া, সবার জন্য উন্মুক্ত স্থান, পার্ক, খেলার মাঠ ও নগর ঐতিহ্য সংরক্ষণ করা ইত্যাদি।

এদিকে নির্বাচনের দুদিন আগে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী পদে সমর্থন পরিবর্তন করেছে বিএনপি। গতকাল ঢাকা উত্তর সিটির ৩৪ নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ওসমান গণির পরিবর্তে মো. মাসুম খান পারভেজকে সমর্থন দেওয়া হয়। নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ও দলের ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর