বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
শীত আর গরম নেই

রাজশাহীতে বাড়ছে চর্ম রোগীর সংখ্যা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

চর্ম বা ত্বকের সমস্যা এখন সব শ্রেণির মানুষের জন্য একটি সাধারণ সমস্যা হিসেবে দেখা দিয়েছে। শীত কিংবা গরম সব ঋতুতেই এ সমস্যায় পড়ছে ছোট-বড় সবাই। আর অতীতের চেয়ে এ রোগের সংখ্যাও বাড়ছে। রাজশাহীতে এখন ১৫ থেকে ১৬ ধরনের চর্মরোগের সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে রোগীরা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৫৩-৫৬ ওয়ার্ডে ভর্তি গুরুতর রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া বহির্বিভাগে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। এর মাঝে শীতকালে ৫ শতাধিক ও গরমকালে ৬ শতাধিক রোগী বহির্বিভাগে এসে চিকিৎসা নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশগত সমস্যা, ব্যক্তিগত অপরিচ্ছন্নতা, বয়সগত সমস্যা ও অপরিষ্কারের কারণে চর্মরোগে সংক্রমিত হচ্ছে মানুষ। হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১৯ সালে রামেক হাসপাতালে দুই লক্ষাধিক মানুষ চর্ম ও যৌনরোগে আক্রান্ত হয়ে সেবা নিয়েছে। যার মাঝে গরমকালে প্রতি মাসে প্রায় ১৫ হাজার ও শীতকালে ১২ হাজার রোগী সেবা নিচ্ছে। এ ছাড়া প্রতিদিন নগরীর প্রাইভেট চেম্বারে সেবা নিচ্ছে ১৫০ থেকে ১৮০ জন। দিনে দিনে এ সমস্যা বৃদ্ধি পাওয়ায় গ্রাম থেকে শহর সব পরিবেশের মানুষকে নিজেদের ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষভাবে সজাগ থাকতে বলছেন চিকিৎসকরা। বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. মকছেদুর রহমান জানান, ‘বর্তমানে ছেলেদের চেয়ে নারী ও শিশুরা সবচেয়ে বেশি এ রোগে আক্রান্ত হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর