বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

আত্মহত্যায় প্ররোচনা স্বামী ও শ্বশুর শাশুড়ির কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর মোহনপুরে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী ও শ্বশুর-শাশুড়িকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তালুকদার এ রায় ঘোষণা করেন। এর মধ্যে স্বামী অসীত চক্রবর্তীকে (২৫) পাঁচ বছর সশ্রম কারাদ  ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। এছাড়া শ্বশুর অনীল চক্রবর্তী (৫৫) ও শাশুড়ি মনজু রানীকে (৪০) তিন বছর করে সশ্রম কারাদ- ও তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদ  দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আহসান হাবীব রঞ্জু সাংবাদিকদের রায়ের এসব তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, ২০১৪ সালের ১৭ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে যৌতুকের দাবিতে স্বামীর অত্যাচার-নির্যাতন সইতে না পেরে গৃহবধূ অনুভা চক্রবর্তী (২১) আত্মহত্যার চেষ্টা করেন। রাজশাহীর মোহনপুর উপজেলার খয়রা গ্রামের আহমেদ আলীর ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূ নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছয়দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৩ নভেম্বর বেলা ১টার দিকে অনুভা চক্রবর্তীর মৃত্যু হয়। এ ঘটনায় অনুভা চক্রবর্তীর মামা অতুল কুমার চক্রবর্তী বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে অনুভা চক্রবর্তীর স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আনা হয়। এরপর ২০১৫ সালের ৩১ মে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন মোহনপুর থানা পুলিশ। মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় গতকাল এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট বেলাল উদ্দিন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর