রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

১০০ বছরের মধ্যে শান্তিপূর্ণ নির্বাচন : হানিফ

নিজস্ব প্রতিবেদক

গত ১০০ বছরের যে কোনো নির্বাচনের তুলনায় এবারের সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেছেন, আজ (গতকাল) যে সিটি করপোরেশন নির্বাচন হয়েছে, দেশে গত ১০০ বছরের যে কোনো নির্বাচনকে যদি পর্যবেক্ষণে আনা যায়, তাহলে এরকম অবাধ-সুষ্ঠু-শান্তিপূর্ণ-উৎসবমুখর পরিবেশে নির্বাচন আর কখনো হয়েছে কি না সন্দেহ। গতকাল ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মাহবুব-উল আলম হানিফ বলেন, এত শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে যখন শান্তিপূর্ণ ভোট হয়েছে, সেই ভোটের পরে বিএনপি তাদের পরাজয়ের আশঙ্কায় আগেভাগে কিছু অভিযোগ করার জন্য নির্লজ্জ মিথ্যাচার করেছে।

পোলিং এজেন্টদের ভয়-ভীতি দেখানো হয়েছে, মারধর করা হয়েছে-এগুলো ডাহা মিথ্যা কথা।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর