রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
গণপূর্তের প্রধান প্রকৌশলীর ঘোষণা

দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা

রংপুর প্রতিনিধি

গণপূর্ত প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেছেন, আমাদের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল দুপুরে রংপুর পূর্ত ভবনের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে তিনি নবনির্মিত রংপুর পূর্ত ভবন ও নির্মিতব্য দিনাজপুর পূর্ত ভবনের উদ্বোধন করেন। পরে তিনি বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও ঠিকাদারদের সঙ্গে মতবিনিময় করেন। গণপূর্ত প্রকৌশল অধিদফতর রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল গোফ্ফার এতে সভাপতিত্ব করেন। আশরাফুল আলম বলেন, জনগণের আস্থা ফিরিয়ে আনতে কাজের স্বচ্ছতা, গুণাগুণ নিশ্চিত করাসহ কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতার আওতায় আনার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ জন্য উচ্চক্ষমতাসম্পন্ন ৭ সদস্যবিশিষ্ট কার্যপরিধি নির্ধারক কমিটি, অনুসন্ধান ও মূল্যায়ন কমিটি এবং জনসংযোগ, প্রচার ও লিয়াজোঁ উইং কমিটি করা হয়েছে। এতে ঐতিহ্যবাহী গণপূর্ত প্রকৌশল অধিদফতরের কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদনের পাশাপাশি সাধারণ জনগণের মাঝে আস্থা ফিরে আসবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর