রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

জাতীয় কবিতা উৎসব শুরু হচ্ছে আজ

সাংস্কৃতিক প্রতিবেদক

‘মুজিব আমার স্বাধীনতার অমর কাব্যের কবি’- স্লোগানে আজ শুরু হচ্ছে ৩৪তম জাতীয় কবিতা উৎসব। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণে দুই দিনের এ উৎসবের উদ্বোধন করবেন কবি মহাদেব সাহা। জাতীয় কবিতা পরিষদ আয়োজিত এ উৎসবে থাকছে কবিতা পাঠ, নিবেদিত কবিতা পাঠ, সেমিনার, আবৃত্তি ও সংগীত। উদ্বোধনী আয়োজনে ভাষাসংগ্রামী ও কবি আহমদ রফিক, গীতিকবি আবদুল গাফফার চৌধুরী ও কবি বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরকে প্রদান করা হবে জাতীয় কবিতা পরিষদ সম্মাননা।

 কাল সোমবার শেষ হবে এবারের উৎসব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর