রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

নির্বাচনকে সর্বোচ্চ জায়গা থেকে প্রভাবিত করলে আর কিছু থাকে না

----------------- আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশের সর্বোচ্চ জায়গা থেকে ক্যান্ডিডেটকে কাছে নিয়ে ভোট চাইলে আর কিছু থাকে না। এর ভিতর দিয়ে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে মেসেজ পায়, তখন তাদের তো আর কিছু করার থাকে না। এভাবে নির্বাচন প্রভাবিত করা হলে লেভেল প্লেয়িং ফিল্ড থাকে না।’ গতকাল বিকালে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ দেওয়ার পর সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন আমীর খসরু। এর আগে তার নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে দেখা করে বিভিন্ন অভিযোগ দেয়। আমীর খসরু বলেন, ‘সকালের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মেয়র প্রার্থীকে পাশে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, এটা নির্বাচনী বিধিই শুধু ভঙ্গ নয়, এটার মধ্যদিয়ে খারাপ উদাহরণ সৃষ্টি হয়েছে।’

আমীর খসরু বলেন, পুরো নির্বাচন ব্যবস্থার ওপর অনাস্থা সৃষ্টি করার জন্য ইভিএমের অনেক বড় ভূমিকা- সেটা আজ প্রমাণিত হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর