মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বেনাপোল চেকপোস্টে প্রতিদিন ২ লাখ টাকার ঘুষ বাণিজ্য

উৎকোচ না দিলে চরম হয়রানির শিকার যাত্রীরা

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক চেকপোস্ট  পুলিশ ইমিগ্রেশনে চরম হয়রানির শিকার হচ্ছেন ভারতগামী পাসপোর্টধারী যাত্রীরা। নানা অযুহাতে যাত্রীদের কাছ থেকে দালাল চক্র হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। এই চক্রের ১৫ সদস্য প্রতিদিন যাত্রীদের কাছ থেকে ১ থেকে ২ লাখ টাকা অবৈধভাবে আদায় করছে বলে গোপন সূত্রে জানা গেছে। তবে, এসব অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম। খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশে যেসব দেশের দূতাবাস নেই, সেসব দেশে যেতে আগ্রহীদের ভারত থেকে ভিসা নিতে হয়। তাদের বিদেশ পার্টি আখ্যায়িত করে পাসপোর্ট প্রতি উৎকোচ বাবদ তিন হাজার টাকা করে আদায় করা হচ্ছে। কেউ উৎকোচ দিতে না চাইলে ইমিগ্রেশন করা হয় না। ফলে তারা ভারতে যেতে পারেন না। এ অনৈতিক কাজে ভারপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তাকে (ওসি) সহযোগিতা করেন উপ-পরিদর্শক হামিদ, কনস্টেবল হাসিব ও কম্পিউটার অপারেটর আমিনুল। এ ছাড়া ১ বছরের ভিসা থাকা সত্ত্বেও পাসপোর্টের মেয়াদ ৩ মাস থাকলে তাদের ভারতে    যেতে দেওয়া হয় না। অথচ দালালদের তিন হাজার টাকা দিলে এক্সিট সিল মেরে দেওয়া হচ্ছে। এ ছাড়া যাত্রীর পাসপোর্টে উল্লেখকৃত পেশার প্রত্যয়নপত্র দেখাতে না পারলেও ২ হাজার টাকা উৎকোচ দিতে হয়। যাত্রীদের পাসপোর্টে ডলার ইনডোর্সমেন্ট না থাকলে ডেস্ক থেকে সরাসরি ওসির কক্ষে পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে ওসির সিন্ডিকেট সদস্য কনেস্টবল হাসিব, দালাল সোহেল, তালেব, দেলোয়ার ও কবিরদের সঙ্গে দফারফা করলেই সব ঠিক হয়ে যায়। ভারতীয় পাসপোর্টে বিজনেস ভিসা থাকলে ইমিগ্রেশন সিল লাগাতে হলে প্রত্যেক যাত্রীকে ২০০ টাকা উৎকোচ দিতে হয়। বেনাপোল ইমিগ্রেশন ইন্টিগ্রেটেড চেকপোস্ট হওয়ায় প্রতিদিন ৮ হাজার পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে থাকেন ভারতে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর