মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

মালিক সমিতির বাধা, রংপুরে বিআরটিসি ডাবল ডেকার বন্ধ

বাস থেকেও নামিয়ে দেওয়া হলো যাত্রীদের

রংপুর প্রতিনিধি

রংপুরে মোটর মালিক সমিতির বাধার মুখে সড়কে বিআরটিসির ডাবল ডেকার বাস চলাচল বন্ধ করে করে দেওয়া হয়েছে। এতে করে বাসের নিয়মিত বিপুল সংখ্যক যাত্রী পড়েছেন বিপাকে। রবিবার বিকালের পর থেকে মোটর মালিক সমিতির সদস্যরা বাস চলাচলে বাধা সৃষ্টি করেন। এ সময় রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে বিআরটিসির আটটি বাস আটকে রাখে। সেই সঙ্গে বাসের ড্রাইভার হেলপারসহ বিআরটিসির কর্মকর্তা-কর্মচারীদের মারধর এবং জোর করে বাস আটকিয়ে যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ করেছে কর্মকর্তা-কর্মচারীরা।  বিআরটিসির কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় কোনো কারণ ছাড়াই মোটর মালিক সমিতির লোকজন বিআরটিসির দোতলা বাস আটকে ড্রাইভার হেলপারকে মারধর করে যাত্রীদের জোর করে বাস থেকে নামিয়ে দিয়েছে। গতকাল সকাল থেকে তারা সবগুলো দোতলা বাস চলাচল বন্ধ করে দিয়েছে।  বিআরটিসি রংপুর বাস ডিপোর ম্যানেজার নুরুল হক জানান, মোটর মালিক সমিতির লোকজন তাদের ড্রাইভার হেলপার ও কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে দোতলা বাস চলাচল বন্ধ করে দিয়েছে। সরকারি বাস সরকারি রাস্তায় চলবে এতে তারা বাধা দিতে পারে না। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর