শিরোনাম
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

মেয়র আতিকুলের দুঃখ প্রকাশ

নিজেই শুরু করলেন পোস্টার অপসারণ

নিজস্ব প্রতিবেদক

সিটি নির্বাচনের সময় পাড়া-মহল্লায় মাইক ও শক্তিশালী সাউন্ড সিস্টেম ব্যবহার করে প্রার্থীরা প্রচারের সময় শব্দ দূষণের মাধ্যমে স্বাভাবিক জীবন ব্যাহত করায় নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনের সময় সাধারণ জনগণ অনেক কষ্ট করেছেন রাস্তা বন্ধ ছিল। শব্দ দূষণ হয়েছে। এ জন্য আমি দুঃখিত। গতকাল ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে  এসে গণমাধ্যম কর্মীদের তিনি এ কথা বলেন। আতিকুল ইসলাম আগামী নির্বাচনে যেন সিটি কোনো ধরনের পোস্টার লাগানো, রাস্তা বøক হওয়া এবং কোনো ধরনের মাইকিং করে শব্দদূষণ করা না হয়, সেজন্য ইলেকশন কমিশনের প্রতি আহ্‌বান জানান। ভোট দিয়ে বিজয়ী করায় ঢাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আতিকুল। তিনি জানান, যেসব প্রতিশ্রুতি দিয়ে মেয়র নির্বাচনে অংশ নিয়েছিলেন তা বাস্তবায়ন এখন প্রধান চ্যালেঞ্জ। এ জন্য গণমাধ্যমসহ নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর