মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ফরেনসিকে আলামত পরীক্ষার ফল প্রভাবিত করার সুযোগ নেই

-আইজিপি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে আলামত পরীক্ষায় প্রাপ্ত ফলাফল প্রভাবিত করার সুযোগ নেই বলে জানিয়েছেন মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, আলামত পরীক্ষাগারে নানান প্রক্রিয়ায় পরীক্ষা করা হয়। যার ফলাফল সফটওয়্যারের ভিত্তিতে হয়ে থাকে। তাই আলামত পরীক্ষার ফলাফল প্রভাবিত করার কোনো সুযোগ নেই। গতকাল সকাল সাড়ে ১০টায় রাজশাহী পুলিশ লাইন্সে স্থাপিত সিআইডির ফরেনসিক ল্যাবরেটরি উদ্বোধন করেন আইজিপি। উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন। আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন, ফরেনসিক ল্যাবের পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই অপরাধী শনাক্তসহ ক্লুলেস মামলার রহস্য উন্মোচন করা যাবে। ফলে এখন থেকে রাজশাহী ও রংপুর বিভাগের সব ফরেনসিক পরীক্ষা এখানেই করা হবে। এর জন্য আর আগের মতো ঢাকায় ছোটাছুটি করতে হবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে সিআইডি প্রধান পুলিশের অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এ কে এম হাফিজ আক্তার, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. হুমায়ুন কবীর, সিআইডির ডিআইজি শেখ নাজমুল আলম, রাজশাহী সিআইডির পুলিশ সুপার (এসপি) শাহরিয়ার রহমান, জেলা পুলিশের এসপি মো. শহিদুল্লাহ উপস্থিত ছিলেন। এর আগে আইজিপি শহীদ পুলিশ সদস্যদের গণকবর ও স্মৃতিস্তম্ভ এবং রাজশাহী জেলা পুলিশের নির্মিতব্য পুলিশ অফিসার্স মেসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিকালে  আইজিপি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) আয়োজিত শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর